কনরাড ব্ল্যাককে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছেন মার্কিন আদালত

সাবেক মিডিয়া-মোগল কনরাড ব্ল্যাককে ২০ লাখ মার্কিন ডলারের মুচলেকার বিনিময়ে গত বুধবার যুক্তরাষ্ট্রের একটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। ২০০৭ সালের এক প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত কনরাড ব্ল্যাক দুই বছরেরও বেশি সময় ধরে সাজা ভোগ করছিলেন। গত মাসে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন।
ফ্লোরিডার ডিস্ট্রিক্ট জজ আদালতের বিচারক অ্যামি ইভ বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ছাড়তে পারবেন না—এই শর্তে কনরাড ব্ল্যাককে মুক্তি দেওয়া হয়েছে।
৬৫ বছরের কনরাড ব্ল্যাকের প্রতারণার অভিযোগে মোট সাড়ে ছয় বছরের কারাদণ্ডাদেশ রয়েছে।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কনরাড ব্ল্যাক তাঁর ফ্লোরিডার বাসভবনে উঠেছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে ওই বাড়িতে তাঁর থাকা হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে

No comments

Powered by Blogger.