জয়ের পথে পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের পথে অনেকখানিই এগিয়ে গেছে পাকিস্তান। ১৮০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ৫২ রান নিয়ে ইমরান ফারহাদ ও ৩৫ রান নিয়ে ব্যাট করছেন আজহার আলী।
দুই উইকেটে ১৩৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র আট রান জমা করেই মোহাম্মদ আমিরের শিকারে পরিণত হন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। তার আগে অবশ্য টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন টেস্টে ১২ হাজার রানের মাইলফলক। পন্টিং আউট হওয়ার পর আর ২০ রান সংগ্রহ করতেই মাইক হাসি ও মার্কাস নর্থের উইকেট তুলে নেন মোহাম্মদ আমির। লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ২১৫। ষষ্ঠ উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন টিম পেইন ও মাইকেল ক্লার্ক। দলীয় ২১৭ রানের মাথায় ব্যক্তিগত ৭৭ রান করে মোহাম্মদ আসিফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ক্লার্ক। এরপর আর বড় কোনো পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। স্টিভেন স্মিথ ৭৭ রান করে একাই কিছু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত উমর গুলের বলে বোল্ড হয়ে ফিরে গেলে ৩৪৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির নেন চারটি উইকেট। মোহাম্মদ আসিফ ও দানেশ কানেরিয়া নেন দুটি করে উইকেট।

No comments

Powered by Blogger.