অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর চেষ্টা

আবারও দারুণ শুরু এনে দিলেন মোহাম্মদ আমির।
ফিরিয়ে দিলেন সাইমন ক্যাটিচকে
তবে কি আরেকটি সুযোগ হাতছাড়া করতে চলেছে পাকিস্তান? বোলাররা অস্ট্রেলিয়াকে ৮৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটসম্যানরা পারতেন বড় স্কোর গড়ে প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দিতে। কিন্তু আরও একবার শেন ওয়াটসনের সুইংয়ে খাবি খেয়ে পাকিস্তান অলআউট হয়ে গেল ২৫৮ রানে। আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৩৪ রান পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া তুলেছে ২ উইকেটে ১৩৬ রান।
গত জানুয়ারিতে সিডনিতে প্রথম ইনিংসে ২০৬ রানের লিড পেয়েও হেরেছিল পাকিস্তান। এখনই এই ম্যাচ নিয়ে কিছু বলা মুশকিল, তবে একটু হলেও সিডনি উঁকি দিতে শুরু করেছে হেডিংলিতে। ৫৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। দিন শেষে পন্টিং অপরাজিত ৬১ রানে, সঙ্গী ক্লার্কের রান ৩২। পন্টিংয়ের এটি ৫২তম টেস্ট ফিফটি, টেস্ট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক পেরিয়ে তাঁর রান এখন ১২০২১।৩ উইকেটে ১৪৮ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান কাল প্রথম ঘণ্টাতেই হারায় দুই ‘উমর’—আকমল ও আমিনকে। আরও একবার অতি আক্রমণাত্মক মানসিকতার বলি হয়েছেন উমর আকমল। আর আমিন আউট হয়েছেন হাস্যকরভাবে। হিলফেনহসের বাউন্সারে ডাক করার সময় ব্যাট উঁচিয়ে রেখেছিলেন দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাঁহাতি ব্যাটসম্যান, ব্যাটে লেগে বল চলে যায় স্কয়ার লেগে দাঁড়ানো মার্কাস নর্থের হাতে। ষষ্ঠ উইকেটে শোয়েব মালিকের সঙ্গে ২৭ রানের জুটি গড়েন কামরান আকমল, কাল যেটি পাকিস্তানের সবচেয়ে বড় জুটি। এর পরই দৃশ্যপটে ওয়াটসন ও পাকিস্তানের উড়ে যাওয়া। আগের দিন পাকিস্তানের ৩ উইকেটের দুটি নিয়েছিলেন, কাল ১২ রানের মধ্যে নিলেন চারটি। পরপর দুই বলে কামরান ও মোহাম্মদ আমিরকে আউট করে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। তা না পারলেও উমর গুলকে বোল্ড করে দ্বিতীয় টেস্টে পেয়ে গেছেন ৫ উইকেট, পরে শোয়েব মালিককে টিম পেইনের ক্যাচ বানিয়ে করে ফেলেছেন ক্যারিয়ার-সেরা বোলিংও। পাকিস্তানকে আড়াই শ পার করিয়েছে মোহাম্মদ আসিফ ও দানিশ কানেরিয়ার শেষ উইকেট জুটি।

No comments

Powered by Blogger.