আর্জেন্টিনায় সমকামী বিয়ে বিলে সই করলেন প্রেসিডেন্ট কির্চনার

আর্জেন্টিনায় সমকামী বিয়ের বিলে গত বুধবার স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। লাতিন আমেরিকায় আর্জেন্টিনাই প্রথম দেশ, যেখানে সমকামী বিয়েকে বৈধতা দেওয়া হলো।
বিলে প্রেসিডেন্টের স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনটির সমর্থক মানবাধিকার ও সমকামী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ‘সমতা, সমতা’ বলে উল্লাস প্রকাশ করেন।
প্রেসিডেন্ট কির্চনার বলেন, ‘এর মাধ্যমে আমাদের সমাজ গত সপ্তাহের চেয়ে আরও বেশি সমতাবাদী হলো। ...এসব বিষয় আমাদের পৃথক করতে পারবে না বরং একত্রিত করবে।’
বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী কঠোর সমালোচনা করলেও আইনটির সমর্থনে ছিল কির্চনারের মধ্য-বামপন্থী সরকার।

No comments

Powered by Blogger.