আফগানিস্তানে জুনে ১০০ বিদেশি সেনা নিহত

আফগানিস্তানে তালেবানবিরোধী যুদ্ধে চলতি জুন মাসে ১০০ বিদেশি সেনা নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক তালিকা থেকে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানে কোনো এক মাসে এত বেশি বিদেশি সেনা নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৪ জুন আফগানিস্তানের ফারাহ প্রদেশে সংঘর্ষে এক মার্কিন সেনা নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে। এর মধ্য দিয়ে চলতি বছর দেশটিতে ৩২০ জন বিদেশি সেনা নিহত হয়। এর আগের বছর ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৫২০।
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর এক লাখ ৪০ হাজার সেনা তালেবান জঙ্গিবিরোধী যুদ্ধ করছে। তালেবান জঙ্গিরা লড়াই করছে পশ্চিমা-সমর্থিত প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারকে উৎখাত করতে। পশ্চিমা সেনাদের মোকাবিলায় তালেবান জঙ্গিরা দেশে তৈরি বোমা এবং সস্তা ও সহজলভ্য বিস্ফোরক ব্যবহার করছে।

No comments

Powered by Blogger.