যোগ দিলেন ফেদেরারও

এখন তাঁর ভাবনায় শুধুই উইম্বলডন থাকার কথা। মনজুড়ে থাকার কথা ১৬তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন। কিন্তু রজার ফেদেরার বিশ্বকাপ ফুটবলে মজে আছেন। মজে থাকবেন, এটা তিনি নিজেই আগে বলে দিয়েছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, ফুটবলের চলমান বিতর্কেও যোগ দিলেন তিনি।
ফেদেরার বলছেন, ফুটবলে অবশ্যই গোললাইন প্রযুক্তি থাকা দরকার, ‘রেফারিদের অনেক ভুল হচ্ছে। কিন্তু তাঁদের দায় দেবেন না। ঘটনা যেখানে ঘটছে, অনেক সময় তাঁরা সেখান থেকে অনেক দূরে থাকছেন। ফলে অনেক বৈধ গোলই বাতিল হয়ে যাচ্ছে। এটা খুবই হতাশাজনক।’
টেনিস খেলার অভিজ্ঞতা থেকেই ফেদেরার জানেন প্রযুক্তি কতটা উপকার করতে পারে। তিনি বলছেন, গোললাইন প্রযুক্তি ব্যবহার না করায় ফুটবলাররা অন্যায়ের শিকার হচ্ছেন। এমনকি ফেদেরারের ধারণা, টেনিসের চেয়েও ফুটবলে এই প্রযুক্তি বেশি দরকার, ‘একটা ফোরহ্যান্ড লাইনের ওপারে পড়লে খেলার ফল বদলে যায় না। কিন্তু একটা গোল দলের ফল, খেলোয়াড়দের মানসিকতা এবং কৌশলই বদলে দিতে পারে। একটা গোল পেয়ে গেলে কোনো দল রক্ষণাত্মকও হয়ে যেতে পারে।’
ফুটবলে প্রযুক্তির ব্যবহারটা টেনিসের চেয়ে বেশি প্রয়োজন, এ কথার পক্ষে ফেদেরারের আরও যুক্তি আছে। তিনি বলছেন, টেনিসে যেখানে একাধিক লাইন-জাজ শুধু বল লাইনের বাইরে পড়ল না ভেতরে পড়ল দেখার জন্য দাড়িয়ে থাকেন; সেখানে লাইন্সম্যানকে ছোটাছুটির মধ্যে এই লক্ষটা রাখতে হয়, ‘টেনিসে কয়েকজন লোক ছোটাছুটি না করে স্রেফ বসে থাকেন। তারা শুধু লাইনে চোখ রাখেন। এখানে তো ব্যাপারটা অনেক সোজা।’

No comments

Powered by Blogger.