ইন্দোনেশিয়ার ‘প্রিন্স অব জিহাদ’-এর পাঁচ বছরের কারাদণ্ড

প্রিন্স অব জিহাদ’ নামে পরিচিত ইন্দোনেশিয়ার এক প্রকাশক ও ইসলামপন্থী ব্লগারকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছর ১৭ জুলাই জাকার্তার দুটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলায় সহায়তার অভিযোগে গতকাল মঙ্গলবার তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।
উগ্রপন্থী সাহিত্য ও একটি মিলিশিয়া ব্লগের প্রকাশক মোহাম্মদ জিবরাইল আবদুরাহমানকে গত বছর জেডব্লিউ ম্যারিয়ট ও রিজ-কার্লটন হোটেলে হামলার দিনই তাঁর কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়। প্রধান বিচারক হারিয়ান্তো বলেন, ওই আত্মঘাতী হামলায় সহায়তা দান ও তথ্য সরবরাহে জিবরাইলের সহযোগিতা করার বিষয়টি প্রমাণিত হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত জিবরাইল আদালতে শান্ত থাকায় তাঁর শাস্তির মেয়াদ পাঁচ বছর করা হয়েছে। এ ছাড়া বোমা হামলায় তাঁর সরাসরি সম্পৃক্ততারও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.