লাদেনকে জীবিত ধরতে চেয়েছিলেন ফকনার

আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে জীবিত ধরে বিচারের মুখোমুখি করতে চেয়েছিলেন গ্যারি ব্রুকস ফকনার। গতকাল মঙ্গলবার সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লাদেনের সন্ধানকারী এই মার্কিন নাগরিক এ কথা বলেন।
বেশ কয়েকবার পাকিস্তানে যাওয়া গ্যারি বলেন, লাদেনকে ধরে যুক্তরাষ্ট্রে এনে তাঁর বিচার করতে চেয়েছিলেন তিনি। এ অভিযানে তিনি যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও বিশ্বের অন্যান্য দেশের লোকজনের সহায়তা পেয়েছেন। এমনকি পাকিস্তান সরকার এ ব্যাপারে তাঁকে সহায়তার আশ্বাস দিয়েছিল বলে তিনি দাবি করেন। পাকিস্তান সফরকালে দুবার এক পাহাড়ের গুহায় সাদা আলখাল্লা পরা এক দাড়িওয়ালা লোককে ওয়াকিটকিতে কথা বলতে দেখার দাবি করেন গ্যারি। তাঁর ধারণা, ওই ব্যক্তিই ওসামা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা গ্যারি ব্রুকস ফকনার। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে ১৩ জুন অস্ত্রসহ তাঁকে আটক করা হয়। পরে অসুস্থতার কারণে তাঁকে দেশে পাঠিয়ে দেয় পাকিস্তান।

No comments

Powered by Blogger.