হোয়াইটওয়াশ উইন্ডিজ

শেষ ওভারে প্রয়োজন ৭ রান। কাইরন পোলার্ডের প্রথম বলেই চার মারলেন রোয়েলফ ফন ডার মারউই। পরের বলে এল এক রান। শেষ চার বলে দরকার ৩ রান। ওয়েস্ট ইন্ডিজকে আশা জাগাল ওই সিঙ্গেলটিই, স্ট্রাইক পেলেন যে ১১ নম্বর ব্যাটসম্যান লোনওয়াবো সোসোবে! ফিল্ডারদের কাছাকাছি নিয়ে এলেন ক্রিস গেইল, পরের বলে কোনো রানও হলো না। কিন্তু চতুর্থ বলেই চার মেরে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিলেন ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ব্যাট হাতে নেওয়া সোসোবে। ৫-০ তে হোয়াইটওয়াশ হয়ে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক লজ্জার ইতিহাসে যোগ হলো আরেকটি অধ্যায়। ফিফটির পাশাপাশি ১ উইকেট নিয়ে ম্যাচ-সেরা জ্যাক ক্যালিস, ৪০২ রান করে সিরিজ-সেরা হাশিম আমলা। ওয়েবসাইট।
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৫২/৬ (রিচার্ডস ১৯, গেইল ১২, চন্দরপল ৬৭, ড্যারেন ব্রাভো ১৭, ডোয়াইন ব্রাভো ২৬, দিওনারায়ণ ৫৩, পোলার্ড ২৫, স্যামি ১৯*; সোসোবে ২/৩১, মারউই ১/২৭, ক্যালিস ১/৩৮, ম্যাকলরেন ১/৪৬, বোথা ১/৪৮)। দক্ষিণ আফ্রিকা: ৪৯.৪ ওভারে ২৫৫/৯ (আমলা ৪৫, স্মিথ ১২, ক্যালিস ৫৭, ডি ভিলিয়ার্স ১৩, ডুমিনি ৫১, বাউচার ৬, বোথা ২৪, ম্যাকলরেন ১২, মারউই ১০*, ল্যাঙ্গেভেল্ট ৬, সোসোবে ৪*; গেইল ২/৩৮, পোলার্ড ২/৪৮, ব্রাভো ২/৭৩, টেলর ১/৩৬)।

No comments

Powered by Blogger.