সৌদি প্রিন্স ও খ্রিষ্টানদের অপহরণের আহবান আল-কায়েদার

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা সৌদি আরবের প্রিন্স, মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও খ্রিষ্টান নাগরিকদের অপহরণ করার জন্য এর সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। আল-কায়েদার নিহত এক জঙ্গির স্ত্রীকে কারাগার থেকে ছেড়ে দিতে সৌদি সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য সংগঠনটি এ আহ্বান জানায়। গত বহস্পতিবার একটি অডিও বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
বার্তায় আল-কায়েদার ইয়েমেন শাখার নেতা সাঈদ আল শিহির জানান, ধর্মপ্রচারক হায়লা আল কাসায়েরকে রিয়াদের উত্তরে কাসিম নগর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি সৌদি আল-কায়েদার একজন সদস্যের বিধবা স্ত্রী। ওই আল-কায়েদা সদস্য ছয় বছর আগে রিয়াদের উত্তরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন। বিবৃতিতে আল-কায়েদা যোদ্ধাদের উদ্দেশে তিনি আরও বলেন, কারাগার থেকে আমাদের বন্দীকে মুক্ত করতে সৌদি রাজপরিবারের সদস্য অপহরণ করতে হবে।

No comments

Powered by Blogger.