মিসরে প্রাচীন নগরের সন্ধান

মিসরের নীলনদের ব-দ্বীপে একটি প্রাচীন নগরের অস্তিত্ব পাওয়া গেছে। রাডারের সাহায্যে আবিষ্কৃত এ নগরকে সাড়ে তিন হাজার বছরের পুরোনো অ্যাভারিস নগর বলে মনে করা হচ্ছে। এটি ছিল হাইকসস জাতিগোষ্ঠীর রাজধানী। মিসরের সংস্কৃতি মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।
অস্ট্রিয়ার এক দল প্রত্নতাত্ত্বিক রাডারের সহায়তায় মাটির নিচে চাপা পড়া এ নগরের সন্ধান পেয়েছে। এশিয়া থেকে হাইকসস জাতিগোষ্ঠীর লোকজন সেখানে গিয়ে বসতি স্থাপন করেছিল। ১০০ বছর তারা সেখানে বসবাস করে। হাইকসসের শাসকেরা অ্যাভারিস নগরকে তাঁদের রাজধানী বানিয়েছিলেন। এ নগর ছিল তাঁদের গ্রীষ্মকালীন রাজধানী। বর্তমানে এটি তাল আল-দাবা নামে পরিচিত। সেখানে এখন প্রচুর লোকের বসবাস।
মিসরের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কর্মকর্তা জাহি হাওয়াস বলেছেন, নতুন আবিষ্কৃত প্রাচীন এ নগর অ্যাভারিসের একটি অংশ হতে পারে। খ্রিষ্টপূর্ব ১৬৬৪ থেকে ১৫৬৯ পর্যন্ত হাইকসস জাতিগোষ্ঠীর দখলে ছিল এ নগর। তিনি বলেন, রাডারে তোলা ছবিতে মাটির নিচে রাস্তা, বাড়ি ও সমাধিসহ আধুনিক ধাচের একটি পূর্ণাঙ্গ নগরের চিহ্ন পাওয়া গেছে।

No comments

Powered by Blogger.