রিগির ফাঁসির প্রতিশোধ নেবে জুন্দুল্লাহ

ইরানের সুন্নি বিদ্রোহী গোষ্ঠী জুন্দুল্লাহ তাদের নেতা আবদুল মালেক রিগির মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা গত সোমবার এ কথা জানিয়েছে।
রিগির নেতৃত্বাধীন জুন্দুল্লাহ গোষ্ঠী সম্প্রতি ইরানের রেভল্যুশনারি গার্ডের ওপর হামলা চালিয়ে এর পদস্থ কর্মকর্তাসহ বেশ কয়েকজন সদস্যকে হত্যা করে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ওই হত্যাকাণ্ডের দায়ে গত রোববার তেহরানের এভিন কারাগারে রিগিকে ফাঁসি দেওয়া হয়। এ ঘটনার পরই ওই বিদ্রোহী গোষ্ঠীটি ইরান সরকারকে ওয়েবসাইটে কড়া হুঁশিয়ারি দেয়।
সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামের পর্যবেক্ষক সংস্থাটি জানায়, এক বার্তায় জুন্দুল্লাহ বলেছে, তাদের নেতা আবদুল মালেক শহীদ হয়েছেন। ইতিহাস প্রমাণ করবে একদিন তাঁর মতো আরও অনেক আবদুল মালেক জন্ম নেবে। তারা ইরানের অত্যাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে ঠিকই বিজয়ী হবে।

No comments

Powered by Blogger.