উসমানের ইতিহাস

১৮৭৭-এ ইতিহাসের প্রথম টেস্ট থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭২১টি টেস্টে ৪১৩ জন ক্রিকেটার খেললেও টেস্ট স্কোয়াডে কখনোই ডাক পাননি কোনো মুসলমান ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া গতকাল যে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে, তাতেই প্রথমবারের মতো ঘটল ঘটনাটা। ওপেনার ফিলিপ হিউজের ইনজুরির সুযোগে দলে সুযোগ পেলেন উসমান খাজা।
ঘরোয়া ক্রিকেটে ব্যাটে রানের বন্যা বইয়েই দলে এসেছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান উসমান। তাঁকে দলে নেওয়ার পেছনে প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচের ব্যাখ্যা, ‘উইট-বিক্স শেফিল্ড শিল্ডে ভালো পারফরম্যান্সের কারণেই উসমানকে দলে নেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেটে যেকোনো পজিশনেই ব্যাট করার যোগ্যতা প্রমাণ করেছে সে।’ অস্ট্রেলিয়ার টেস্ট দলে নতুন মুখ আরও একটি—একটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা স্পিনার স্টিভেন স্মিথ। ইনজুরি মুক্ত হয়ে ফিরেছেন ফাস্ট বোলার মিচেল জনসন ও উইকেটকিপার ব্র্যাড হাডিন।
অস্ট্রেলিয়া দল
রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক (সহ-অধিনায়ক), বলিঞ্জার, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, নাথান হরিজ, বেন হিলফেনহস, মাইক হাসি, মিচেল জনসন, সাইমন ক্যাটিচ, উসমান খাজা, মার্কাস নর্থ, স্টিভেন স্মিথ ও শেন ওয়াটসন।

No comments

Powered by Blogger.