বিশ্বের সবচেয়ে ‘ব্যর্থ রাষ্ট্র’ সোমালিয়া

বিশ্বের শীর্ষ ১০টি ব্যর্থ রাষ্ট্রের মধ্যে দক্ষিণ এশিয়ার বহুল আলোচিত দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান রয়েছে। ব্যর্থ রাষ্ট্রের তালিকায় এবারও শীর্ষস্থানে রয়েছে সোমালিয়া। এর পর রয়েছে জিম্বাবুয়ে, সুদান ও শাদ। পাকিস্তান তালিকার দশম স্থানে রয়েছে। তিন ধাপ ওপরে রয়েছে আফগানিস্তান। গত সোমবার প্রসিদ্ধ সাময়িকী ফরেন পলিসি ‘ফেইলড স্টেট ইনডেক্স’ নামের ২০১০ সালের ব্যর্থ রাষ্ট্রগুলোর তালিকা প্রকাশ করে।
১৭৭টি ব্যর্থ রাষ্ট্রের মধ্যে ভারত রয়েছে ৮৭তম স্থানে। প্রতিবেশী দেশ মিয়ানমার ১৩তম স্থান দখল করেছে। শ্রীলঙ্কা ২২তম ও নেপাল ২৫তম স্থানে রয়েছে। ৫৭তম স্থান পেয়েছে চীন। তালিকায় সবচেয়ে নিচে রয়েছে নরওয়ে।
ফরেন পলিসি ও ফান্ড ফর পিস ২০০৫ সাল থেকে এ তালিকা প্রকাশ করে আসছে। সাময়িকীর পক্ষ থেকে বলা হয়, ব্যর্থ রাষ্ট্রের তালিকায় বিধ্বস্ত সোমালিয়া পরপর তিনবার প্রথম হলো। বর্তমান শীর্ষ দশে যেসব রাষ্ট্র স্থান পেয়েছে, গত কয়েক বছরে এসব দেশের পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
সাময়িকী আরও জানায়, গত ছয় বছরে ১৫টি অস্থিতিশীল দেশের মধ্যেই শীর্ষ ১০টি স্থান ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে সোমালিয়ার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সে দেশে একদিকে যেমন আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, অন্যদিকে দাঙ্গা-হাঙ্গামা লেগেই আছে। দেশটির উপকূলীয় এলাকায় জলদস্যুদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। রাজধানী মোগাদিসুর রাস্তায় রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ইসলামি মিলিশিয়ারা।

No comments

Powered by Blogger.