ভোট গণনা কাল কলকাতায় বামদের পরাজয়ের ইঙ্গিত

পশ্চিমবঙ্গের ৮১টি পৌরসভা নির্বাচনের ভোট গণনা কাল বুধবার শুরু হবে। বামফ্রন্ট, নাকি তৃণমূল কংগ্রেস বেশির ভাগ পৌরসভায় জয়লাভ করবে তা নিয়ে জল্পনাকল্পনা চলছে। বিভিন্ন জরিপে কলকাতা পৌরসভায় বামফ্রন্টের পরাজয়ের ইঙ্গিত পাওয়া গেছে।
ভোট গ্রহণ চলাকালে কলকাতার টিভি চ্যানেল স্টার আনন্দ ও এসি নেলসন ভোটারদের ওপর যৌথভাবে জরিপ চালায়। আরও জরিপ চালিয়েছে টিভি চ্যানেল ২৪ ঘণ্টা ও নিউজ টাইম।
স্টার আনন্দের জরিপ বলছে, কলকাতা পৌরসভার ১৪১টি ওয়ার্ডের মধ্যে এবার বামফ্রন্ট জিততে পারে ৫৪টিতে। অন্যদিকে তৃণমূল জিততে পারে ৭৮টি ওয়ার্ডে। আর কংগ্রেস সাতটি ও বিজেপি একটি ওয়ার্ডে জিততে পারে।
টিভি চ্যানেল ২৪ ঘণ্টার জরিপ বলছে, কলকাতা পৌরসভায় বামফ্রন্ট ৫৭টি, তৃণমূল ৭৩, কংগ্রেস ১০ ও বিজেপি একটি ওয়ার্ডে জিততে পারে। নিউজ টাইমের জরিপে বামফ্রন্ট ৪৮ ও তৃণমূল ৮১টি ওয়ার্ডে জয়ী হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালের কলকাতা পৌরসভা নির্বাচনে বামফ্রন্ট ৭৫, তৃণমূল কংগ্রেস ৪৫, কংগ্রেস ২১ ও বিজেপি তিনটি ওয়ার্ডে জয়লাভ করে।

No comments

Powered by Blogger.