জাপানের প্রধানমন্ত্রী হাতোয়ামার প্রতি সমর্থন সর্বনিম্ন পর্যায়ে

জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামার প্রতি জনসমর্থন কমতে কমতে এখন সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। জাপানের শীর্ষস্থানীয় পত্রিকা আশাহি শিম্বুন পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার এই জরিপের ফল প্রকাশ করা হয়। খবর এএফপির।
গত আগস্টে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর হাতোয়ামা ক্ষমতায় আসেন। এর পর থেকে তাঁর জনপ্রিয়তা কমছে। গত শনিবার ও রোববার পরিচালিত এই জনমত জরিপের ফল অনুযায়ী, তাঁর মন্ত্রিসভার প্রতি জনসমর্থন কমে এখন ১৭ শতাংশতে নেমে এসেছে। দুই সপ্তাহ আগে পরিচালিত জরিপের ফলাফলের চেয়ে আরও চার শতাংশ কমেছে। অপর দিকে হাতোয়ামার সরকারের প্রতি অসমর্থনের হার বেড়ে এখন ৭০ শতাংশে পৌঁছেছে।
অবস্থাদৃষ্টে হাতোয়ামার সরকার এখন বেশ রাজনৈতিক চাপের মুখে আছে। গত রোববার ওকিনাওয়ায় একটি মার্কিন সেনা ঘাঁটি নিয়ে বিরোধের জের ধরে ছোট দল সোস্যালিস্ট পার্টি ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে আসে। এতে হাতোয়ামার সরকারের ওপর চাপ বেড়েছে।

No comments

Powered by Blogger.