ভাইয়ের জন্য

আনন্দের উল্টো পিঠেই থাকে বেদনা। জারমেইন ডিফো এখন সেটাই উপলব্ধি করছেন গভীরভাবে। স্লোভেনিয়ার বিপক্ষে গত বুধবার বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেছেন। স্বভাবতই ডিফোর পরিবারের সবাই আনন্দিত। কিন্তু এর মধ্যেও লুকিয়ে আছে চাপা কষ্ট। ছোট ভাই জাডে ডিফোর অকালমৃত্যুর স্মৃতিই বারবার কাঁদায় জারমেইনকে। ২০০৯-এর এপ্রিলে লন্ডনে একটি সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে নিহত হয়েছিলেন জাডে। সেই শোক থেকেই তখন শক্তি খুঁজে পেয়েছিলেন জারমেইন। সংকল্প করেছিলেন, ফুটবল মাঠে অবশ্যই ভালো কিছু করবেন। ম্যাচ শুরুর আগে জারমেইন কথা বলেছিলেন মা সান্ড্রার সঙ্গে। মা তখন কেঁদে কেঁদে বলেছিলেন, ‘আমরা সবাই তোমার খেলা দেখার জন্য বসে আছি।’ জারমেইনও তখন সিদ্ধান্ত নিয়েছিলেন, ভালো খেলতে হবে।

No comments

Powered by Blogger.