নিজ শহর থেকেই সরিয়ে দেওয়া হলো স্তালিনের মূর্তি

সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের নিজ শহর গোরি থেকেই তাঁর একটি মূর্তি সরিয়ে নিয়েছে জর্জিয়ার কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
খবরে বলা হয়, জর্জিয়ার শহর গোরির কেন্দ্রীয় চত্বর থেকে মধ্যরাতের দিকে হঠাৎ করেই ২০ ফুট উঁচু ব্রোঞ্জের ওই মূর্তিটি সরিয়ে নেওয়া হয়।
সিটি কাউন্সিলের প্রধান জভিয়াদ খামালাদজে বলেন, মূর্তিটি গোরির একটি জাদুঘরে স্থানান্তর করা হবে।
স্তালিনের মূর্তির জায়গায় ২০০৮ সালে রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহতদের স্মরণে একটি ভাস্কর্য স্থাপন করা হবে।
১৯৫০-এর দশকের শুরুর দিক থেকে গোরির কেন্দ্রীয় চত্বরে স্তালিনের ওই মূর্তিটি স্থাপন করা হয়।
একজন সাংবাদিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মূর্তি সরিয়ে নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দী করতে সাংবাদিকদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ।
খামালাদজে বলেন, রুশ আগ্রাসনে নিহতদের স্মরণে কেন্দ্রীয় চত্বরে একটি নতুন ভাস্কর্য স্থাপন করা হবে।
২০০৮ সালের সংক্ষিপ্ত যুদ্ধের সময় গোরি শহরে বোমা হামলা চালিয়েছিলেন রুশ সেনাসদস্যরা।
স্তালিন এখনো গোরিতে ব্যাপকভাবে প্রশংসিত। সাবেক সোভিয়েত ইউনিয়নে স্তালিনের যে স্বল্পসংখ্যক মূর্তি এখনো দাঁড়িয়ে আছে, গোরির মূর্তিটি ছিল সেগুলোর মধ্যে অন্যতম।

No comments

Powered by Blogger.