ছত্তিশগড়ে যাত্রীবাহী বাসে মাওবাদীদের হামলা ৩৫ জন নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে গতকাল সোমবার যাত্রীবাহী একটি বাসে মাওবাদীরা হামলা চালিয়েছে। এতে ১১ পুলিশসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। গতকাল বিকেল সোয়া চারটার দিকে দান্তেওয়ারা থেকে সুকমায় যাওয়ার পথে জাতীয় সড়কে ভূমিমাইনের বিস্ফোরণ ঘটিয়ে মাওবাদীরা ওই যাত্রীবাহী বাসটি উড়িয়ে দেয়। ওই বাসে ৬৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পুলিশ কর্মকর্তা ছিলেন ২৫ জন।
ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী রামান সিং জানান, যাত্রীবাহী বাসটি যখন জাতীয় সড়ক ধরে দান্তেওয়ারা থেকে সুকমার দিকে যাচ্ছিল, তখন মাওবাদীরা পাজিরাশে ভূমিমাইনের বিস্ফোরণ ঘটায়। এতে ১৪ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। তাঁদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল এই দান্তেওয়ারার সুকমার জঙ্গলে মাওবাদীরা সিআরপিএফের ৭৬ জন জওয়ানকে হত্যা করেছিল।

No comments

Powered by Blogger.