দুই বাঙালির এভারেস্ট শৃঙ্গ জয়

এবার পশ্চিমবঙ্গের দুই সন্তান বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করে নজির সৃষ্টি করেছেন। গতকাল সোমবার সকাল পৌনে আটটার সময় এই দুই বাঙালি পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গে আরোহণ করে ভারতের বিজয়পতাকা ওড়ান।
এই বিজয়ী দুই বঙ্গসন্তানের নাম দেবাশীষ বিশ্বাস ও বসন্ত সিংহ রায়। দেবাশীষের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুরের পলতায় আর বসন্ত সিংহের বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগরে। দেবাশীষ আয়কর বিভাগে আর বসন্ত সিংহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করেন। দুজনই কৃষ্ণনগর মাউন্টেনিয়ার অ্যাসোসিয়েশনের সদস্য।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় এই দুই পর্বতারোহী গত ১ এপ্রিল এভারেস্টের উদ্দেশে যাত্রা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী কান্তি গাঙ্গুলি জানান, তাঁদের নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

No comments

Powered by Blogger.