আফগানিস্তানে ৪৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আফগানিস্তানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় গতকাল সোমবার বৈরী আবহাওয়ার কারণে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানটিতে ৪৩ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ছয়জন বিদেশি। খবর এএফপির।
কর্মকর্তারা জানান, আফগানিস্তানের পামির এয়ারওয়েজের ওই ফ্লাইটটি উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজ থেকে রাজধানী কাবুলে যাচ্ছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি জানান, কাবুল থেকে ৩০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বিমানটির সঙ্গে বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ৩৮ জন যাত্রী ছিল। বাকি পাঁচজন ক্রু। বিমানটি সালাং পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।
কুন্দুজে পামির এয়ারওয়েজের কার্যালয় থেকে যাত্রীদের তালিকা উদ্ধার করা হয়েছে। এ তালিকা থেকে জানা গেছে, ৩৮ জন যাত্রীর মধ্যে ৩৫ জন পুরুষ ও তিনজন নারী। তাঁদের মধ্যে ছয়জন বিদেশি রয়েছেন।

No comments

Powered by Blogger.