ওবামার দ্বিতীয় রাষ্ট্রীয় ভোজে কড়া নিরাপত্তা

মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরনের সম্মানে কাল বুধবার হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবারের নৈশভোজে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকা গত রোববার এ খবর জানায়।
ক্ষমতায় আসার পর এটা ওবামার দ্বিতীয় রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন। এর আগে গত নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সৌজন্যে প্রথম নৈশভোজের আয়োজন করেন তিনি। তবে ওই নৈশভোজে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে অনাহূত ব্যক্তিদের প্রবেশের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
পত্রিকার খবরে বলা হয়, হোয়াইট হাউসের নতুন সোশ্যাল সেক্রেটারি এই নৈশভোজ আয়োজনের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তৎপর থাকবেন গোয়েন্দা বিভাগের সদস্যরাও। ক্যালডেরনের সঙ্গে তাঁর স্ত্রী মেক্সিকোর ফার্স্ট লেডি মার্গারিটা জাভালাও এতে উপস্থিত থাকবেন। তবে নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গোয়েন্দা দপ্তরের মুখপাত্র এড ডোনোভান।

No comments

Powered by Blogger.