মাদ্রিদ ওপেন নাদালের

ক্লে-কোর্ট মানেই রাফায়েল নাদালের জয়জয়কার। এই কোর্টে তাঁর সামনে বারবার অসহায় হয়ে পড়েন বিশ্বসেরা রজার ফেদেরারও। আরও একবার ফেদেরারের সেই অসহায়ত্ব দেখল টেনিস-বিশ্ব।
পরশু মাদ্রিদ ওপেনের ফাইনালে ৬-২, ৭-৬ (৭/৫) গেমে হারালেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে। এই জয়ে আবারও র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানেও উঠে এলেন স্প্যানিয়ার্ড তারকা। এটি নাদালের ১৮তম মাস্টার্স শিরোপা। ছেলেদের বিভাগে নাদাল জিতলেও অঘটন ঘটেছে মেয়েদের বিভাগে। রোলাঁ গাঁরোয় যাওয়ার আগের টুর্নামেন্টে হেরে গেলেন ভেনাস উইলিয়ামস। তাঁকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে অঘটনের জন্ম দিলেন আরাভানে রেজাই।

No comments

Powered by Blogger.