সমস্যা আয়ুর্বেদিক

দলে ভালো মানের ফিজিও নিশ্চয়ই আছেন, ভারতেও সেরা চিকিত্সাসুবিধার কমতি নেই। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড চাইলে চিকিত্সার জন্য তাঁদের পাঠাতে পারত বিশ্বের যেকোনো জায়গাতেই। কিন্তু গৌতম গম্ভীর-আশিস নেহরা গেলেন কিনা শ্রীলঙ্কায়, সেটিও আবার আয়ুর্বেদিক চিকিত্সা নিতে! শেষ নয় এখানেই, দুজনেই গিয়েছেন চুপিচুপি, বোর্ডকে না জানিয়ে। দুজনেই বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ক্রিকেটার, ব্যাপারটা তাই ভালোভাবে নেয়নি বোর্ডও। কারণ দর্শাও নোটিশ দিয়েছে দুজনকেই।
আধুনিক চিকিত্সার এই যুগে হঠাত্ করে ভারতের মতো দেশের দুই ক্রিকেটার কেন আয়ুর্বেদের শরণাপন্ন হলেন, ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না কেউই। হয়তো ইনজুরি কাটাতে মরিয়া হয়েই এমনটা করেছেন দিল্লি ডেয়ার ডেভিলসের দুই ক্রিকেটার। দলের অধিনায়ক হয়েও গম্ভীরকে বসে থাকতে হচ্ছে বাইরে। আর তাঁর দল কালকের আগে ৫ ম্যাচের ৩টিই হেরে ছিল নিচের দিক থেকে দুইয়ে। ১৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ওভারেই হ্যামস্ট্রিং ইনজুরিতে বাইরে চলে যান গম্ভীর। শিখর ধাওয়ানের সঙ্গে অদলবদল করে এ মৌসুমেই মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে দিল্লিতে আসা নেহরা তো খেলতে পারেননি একটি ম্যাচও। প্রথম ম্যাচের আগেই অনুশীলনে পাঁজরের ইনজুরিতে পড়েন বাঁহাতি পেসার। বিসিআইয়ের চুক্তিতে ‘এ’ গ্রেডে থাকা গম্ভীর পান ৬০ লাখ রুপি, আর ‘বি’ গ্রেডে থাকা নেহরা ৪০ লাখ রুপি।

No comments

Powered by Blogger.