মেসিতে আরও মুগ্ধ ম্যারাডোনা

বিশ্বকাপের দিন যতই ঘনিয়ে আসছে, আর্জেন্টাইনদের চোখ ততই চকচক করে উঠছে। ২০১০ বিশ্বকাপে যিনি আর্জেন্টাইনদের আশা-ভরসার বড় প্রতীক, সেই লিওনেল মেসি যে দুর্দান্ত ফর্মে! ক্লাব বার্সেলোনার হয়ে গত চার ম্যাচের দুটিতে হ্যাটট্রিক; গোল করেছেন মোট ১০টি। বিশ্বকাপের আগে মেসির এই ফর্মটাই তো দেখতে চেয়েছে আর্জেন্টাইনরা। কোচ ম্যারাডোনা বলেই ফেললেন, সময়মতোই পরিণতি বোধ দেখাচ্ছেন মেসি।
শুরু থেকেই ম্যারাডোনার সঙ্গে চলে আসছে মেসির তুলনা। বার্সেলোনায় তাঁর উদ্ভাসিত পারফরম্যান্সের পর আরও বেশি তুলনা করা হচ্ছে ফুটবলের অমিত প্রতিভা ম্যারাডোনার সঙ্গে। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা একাই শিরোপা জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে। ফাইনালে তুলেছিলেন ১৯৯০ বিশ্বকাপে। মেসিও কি পারবেন? উত্তরটা সময়ের হাতেই, তবে ম্যারাডোনা মেসিতে মুগ্ধ, ‘এটা অসাধারণ। এ ব্যাপারে আমি সত্যিই খুব খুশি। পরিণতির দিকে লম্বা পা ফেলে এগোচ্ছে সে।’
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও গ্রিসের সঙ্গে খেলবে আর্জেন্টিনা। ২৪ মে কানাডার সঙ্গে বুয়েন্স এইরেসে প্রীতিম্যাচ খেলেই দক্ষিণ আফ্রিকায় রওনা দেবে ম্যারাডোনার দল।

No comments

Powered by Blogger.