বিল ক্লিনটনের শার্টে হাত মুছলেন বুশ!

ক্ষমতা ছাড়ার পরও মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হচ্ছেন। তা তিনি হতেই পারেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলে কথা! তাঁর আমলেই নিউইয়র্কে টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ তিনিই শুরু করেন। এবার তিনি সংবাদের শিরোনাম হয়েছেন একটু অন্য কারণে।
সম্প্রতি আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ ভূমিকম্প বিধ্বস্ত ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি পরিদর্শন করেন বুশ। তাঁদের এই সফর নিয়ে গুগল, ইয়াহুসহ জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোতে একটি ভিডিও ফুটেজ প্রচারিত হচ্ছে। এতে দেখা যায়, হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে দুর্গত মানুষের একটি শিবির পরিদর্শন করছেন এই সাবেক দুই প্রেসিডেন্ট। ওই শিবিরের দুর্গত এক ব্যক্তি করমর্দন করেন জর্জ বুশের সঙ্গে। কিন্তু এতে আগ্রহ নেই বুশের। তার পরও করমর্দন করতে হয়। এরপর বুশ করমর্দন করা তাঁর হাত মুছছেন পাশে থাকা ক্লিনটনের শার্টে।

No comments

Powered by Blogger.