পশ্চিমবঙ্গে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের ব্যাপক সংঘর্ষ

পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল মহলে গতকাল বৃহস্পতিবার সকালে মাওবাদীদের সঙ্গে পুলিশের যৌথ বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। মাওবাদীরা ভুলাগেরা ও বনিশোলের জঙ্গলে আস্তানা গেড়েছে—এই খবর পাওয়ার পর গতকাল সকালে যৌথ বাহিনী ওই এলাকায় ঢুকে পড়ে। এ সময় মাওবাদীরা ধরমপুরে অন্তত তিনটি ভূমিমাইনের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসব বিস্ফোরণের বিকট শব্দে ৪০ কিলোমিটার দূরের ঝাড়গ্রামের বাড়িঘরও কেঁপে ওঠে। মাওবাদীরা যৌথ বাহিনীর অগ্রযাত্রাকে বাধা দেওয়ার জন্য এলাকার বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। এসব অবরোধ সরিয়ে যৌথ বাহিনী জঙ্গল মহলে পৌঁছালে মাওবাদীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে মাওবাদীরা বুধবার গভীর রাতে একই জেলার শিলদায় সিপিএমের পার্টি অফিসে প্রথমে ব্যাপক ভাঙচুর চালায় এবং ভূমিমাইনের বিস্ফোরণ ঘটিয়ে সিপিএম অফিস উড়িয়ে দেয়। পরে এখান থেকে উদ্ধার করা হয় একটি ভূমিমাইন ও মাওবাদীদের পোস্টার।

No comments

Powered by Blogger.