কিশোর টেস্ট ক্রিকেটাররা

১৫ বছর বয়সেই যদি খেলতে হয় ওয়েস হলের বোলিং? কিংবা বোলিং করতে হয় গ্যারি সোবার্স-রোহান কানহাইদের! মুশতাক মোহাম্মদ জিজ্ঞেস করুন, অভিজ্ঞতাটা খুব ভালো বলতে পারবেন। ৫১ বছর আগে আজকের দিনটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন টেস্ট ক্যাপ মাথায় উঠল পাকিস্তানের বিখ্যাত মোহাম্মদ ভাইদের একজন মুশতাকের বয়স ছিল মাত্র ১৫ বছর ১২৪ দিন। ভালো করতে পারেননি, দুই ইনিংসে করেছিলেন ১৪ ও ৪ রান, উইকেট পাননি একটিও। তবে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ড ঠিকই গড়েছিলেন। ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট খেলে ১৯৯৬ সালে রেকর্ডটি ভেঙেছেন মুশতাকের স্বদেশি হাসান রাজা। যদিও রাজার আসল বয়স নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ১৬ বছর ১৮৯ দিন বয়সে টেস্ট খেলেছেন আরেক পাকিস্তানি আকিব জাভেদ। শচীন টেন্ডুলকারের টেস্ট অভিষেক ১৬ বছর ২০৫ দিন বয়সে।

No comments

Powered by Blogger.