দুই স্টক এক্সচেঞ্জে আজ ওসিএলের লেনদেন শুরু

দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার থেকে বেসরকারি খাতের ওশেন কনটেইনার লিমিটেডের (ওসিএল) শেয়ার লেনদেন শুরু হচ্ছে।
সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে থাকা শেয়ারের অর্ধেক বা এক কোটি ১৯ লাখ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ ওসিএলের শেয়ার লেনদেনের বিষয়টি অনুমোদন করেছে।
জানা গেছে, কোম্পানিটিকে মোট শেয়ারের ২৫ শতাংশ বা প্রায় ৫৯ লাখ শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি সম্পন্ন করতে হবে।
এর আগে কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে নিলামের মাধ্যমে ১১ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রির কাজ সম্পন্ন করেছে। গত ২২-২৪ ফেব্রুয়ারি সিএসইতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে কোম্পানিটির শেয়ার নিলাম বা দরপ্রস্তাব কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলামে মোট ৮২টি প্রতিষ্ঠান শেয়ারের ক্রয় আদেশ জমা দেয়। এর মধ্যে ৮০টি প্রতিষ্ঠান সর্বোচ্চ ১৪৫ টাকা দামে শেয়ার কেনার আগ্রহ দেখায়। বাকি দুটি প্রতিষ্ঠান সর্বনিম্ন দামে তাদের ক্রয় আদেশ জমা দেয়। তাই এ দুটি প্রতিষ্ঠান নিলামে কোনো শেয়ার বরাদ্দ পায়নি।
আর ১৪৫ টাকা দামেই কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব দেবে। তবে সাধারণ বিনিয়োগকারীদের চাহিদার ওপর নির্ভর করবে শেয়ারের দামের উত্থান-পতন।
বর্তমানে ওসিএলের পরিশোধিত মূলধন ২৩ কোটি ৮০ লাখ, যা ১০ টাকা অভিহিত মূল্যের দুই কোটি ৩৮ লাখ শেয়ারে বিভক্ত। কোম্পানিটির প্রতিটি মার্কেট লটে রয়েছে ১০০ শেয়ার। ১৪৫ টাকা প্রস্তাবিত মূল্য ধরে কোম্পানিটির এক লট শেয়ার কিনতে সাধারণ বিনিয়োগকারীদের সর্বনিম্ন বিনিয়োগ করতে হবে সাড়ে ১৪ হাজার টাকা।

No comments

Powered by Blogger.