ইরানে এক ছাত্রের মৃত্যুদণ্ডাদেশ বহাল

ইরানের আপিল আদালত সে দেশের এক ছাত্রের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন। গত বছরের ডিসেম্বরে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে তাঁর বিরুদ্ধে এ শাস্তি বহাল রাখা হলো। সরকারবিরোধীদের বিভিন্ন ওয়েবসাইটে গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।
কালিম ডটকমসহ বেশ কয়েকটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, গত বছরের ২৭ ডিসেম্বর তেহরানে আশুরার দিন নিরাপত্তা বাহিনীর ওপর ইট নিক্ষেপের দায়ে মোহাম্মদ আমিন নামের ২০ বছর বয়সী ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁকে ওই সাজা দেন।
গত বছরের জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জয়ী হন। বিরোধীদলীয় নেতা মির হোসেন মৌসাভি সে নির্বাচনে অংশ নেন। কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে মৌসাভি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। এ ঘটনায় তাঁর সমর্থকেরা রাস্তায় নেমে আসেন। দণ্ডপ্রাপ্ত আমিন তাঁদেরই একজন।

No comments

Powered by Blogger.