নেপালে পুলিশের সঙ্গে সাংবাদিকদের ব্যাপক সংঘর্ষ

নেপালে গতকাল বুধবার পুলিশের সঙ্গে সাংবাদিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। একজন পত্রিকার মালিককে হত্যার প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে একটি সরকারি ভবনের সামনে সাংবাদিকেরা বিক্ষোভ শুরু করলে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। পত্রিকার মালিক অরুণ সিংহানিয়াকে সোমবার জনাকপুরে হত্যা করা হয়। খবর এএফপির।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ১০০ জন সাংবাদিক বিক্ষোভে অংশ নেন। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন এবং নিজেদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।
সাংবাদিকদের সংগঠন ফেডারেশন অব নেপালিস জার্নালিস্ট বলেছে, ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা দেশজুড়ে বিক্ষোভ করেছে এবং হত্যাকারীর বিচার চেয়েছে। এ সংগঠনের কর্মকর্তা উজির মাজার জানান, তাঁদের দাবি খুবই সামান্য। তাঁরা লিখতে ও বাঁচতে চান। এ ছাড়া অরুণ সিংহানিয়ার হত্যাকাণ্ডের নেপথ্যে যারা কাজ করেছে, তাদের গ্রেপ্তারের ব্যাপারে সরকারের ওপর চাপ প্রয়োগ করাও এ বিক্ষোভের অন্যতম উদ্দেশ্য।
এদিকে নেপালের সম্পাদকেরা অদ্রন সিংহানিয়ার হত্যার নিন্দা জানিয়ে বুধবার একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। ওই চিঠিতে গণমাধ্যমের ওপর সন্ত্রাসী হামলা রোধে সরকারের ব্যর্থতার নিন্দা করা হয়।

No comments

Powered by Blogger.