আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা মালিতে নিহত

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদেলহামিদ আবু জাইদ সরকারি বাহিনীর হামলায় মালিতে নিহত হয়েছেন। মালির সরকারি ও বিদেশি বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে লড়াইরত আল-কায়েদা ইন ইসলামি মাগরেবের (একিউআইএম) দ্বিতীয় নেতা ছিলেন জাইদ।
জাইদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবাই। জাইদের বিরুদ্ধে ২০০৯ সালে দুজন পশ্চিমা জিম্মিকে হত্যার অভিযোগ রয়েছে। এ ছাড়া কয়েকজন ফ্রান্সের নাগরিক এখনো তাঁর কাছে জিম্মি রয়েছে বলে ধারণা করা হয়। বিবিসির পশ্চিম আফ্রিকা প্রতিনিধি টমাস ফিসে বলেন, জাইদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হলে ফ্রান্সের ওই জিম্মিদের ভাগ্যে কী ঘটবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন জাইদের নিহত হওয়ার খবর ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য’ বলে মনে করে। তবে ফ্রান্স জাইদের মৃত্যুর খবরে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ফ্রান্স সরকারের মুখপাত্র নাজাত ভালুদ-বেলকাম বলেছেন, জাইদের মৃত্যুর খবর তাঁরা শতভাগ নিশ্চিত হতে পারেননি।
মালিতে এইকিউআইএমের বিরুদ্ধে ফ্রান্সের অভিযানে চাদসহ আরও কয়েকটি দেশ সহায়তা দিয়ে যাচ্ছে।

No comments

Powered by Blogger.