বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার

গরাদবিহীন জানালাযুক্ত কক্ষে রয়েছে ফ্ল্যাটস্ক্রিন টেলিভিশন। প্রতিটি কক্ষের সঙ্গেই রয়েছে আলাদা স্নানাগার। বিলাসবহুল সুবিধাযুক্ত এসব কক্ষ কোনো হোটেলে নয়, নরওয়ের হালডেন কারাগারে। রাজধানী অসলোর কাছে বিলাসবহুল এই কারাগার এপ্রিল মাসে উদ্বোধন করা হবে। বলা হচ্ছে, এটিই ১৬ কোটি পাউন্ড ব্যয়ে নির্মিত বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার।
নরওয়ের দ্বিতীয় বৃহত্তম এই কারাগারে ২৫২ জন কয়েদির থাকার ব্যবস্থা রাখা হয়েছে। তাদের জন্য বিভিন্ন সুবিধাযুক্ত কারাকক্ষের পাশাপাশি পুরো কারাগারটি সাজানো হয়েছে আধুনিক সব শিল্পকর্ম দিয়ে। এ জন্য কর্তৃপক্ষকে ব্যয় করতে হয়েছে ১০ লাখ পাউন্ড।
গভর্নর আর্নে হোইদাল আগামী মাসে কারাগারটির উদ্বোধন করবেন। আর্নে জানান, কারাগারের কোনো জানালায় গরাদের ব্যবস্থা রাখা হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে ভাঙা সম্ভব নয় এমন নিরাপত্তাকাচ দিয়ে জানালাগুলো আটকানো থাকবে। তাই কয়েদিদের মধ্যে বদ্ধ স্থানে আটকে থাকার কোনো আতঙ্ক কাজ করবে না।

No comments

Powered by Blogger.