ব্যাডমিন্টনে প্রথম পদকের হাতছানি

২০০৪ ইসলামাবাদেও কোনো পদক জোটেনি, পদক পায়নি ২০০৬ কলম্বোতেও। তবে এবার অনুশীলনের প্রথম থেকেই পরশ, রইসরা জোর দিচ্ছিলেন ব্যাডমিন্টনের দলগত ইভেন্টে। সেটা সোনাও হতে পারে, আবার রুপাও।
কিন্তু কিছুই হলো না। সেমিফাইনালেই হেরে গেছে বাংলাদেশ পুরুষ দল। হেরেছে মেয়েরাও।
উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল ছেলেদের দলকে ৫-০ ব্যবধানে ভারত এবং মেয়েদের দলকেও ৫-০-তে হারিয়েছে শ্রীলঙ্কা। পুরুষ এককে ভারতের চেতন আনন্দ সাইফউদ্দিনকে, গুরুসাইদত্ত আহসান হাবিব পরশকে এবং আদিত্য রাবি রাকেশ রইস উদ্দিনকে হারিয়েছেন।
দ্বৈতে সনভ থমাস-রুপেশ কুমার জুটি রাসেল কবির-আহসান হাবিব জুটিকে এবং ভেলিয়াভেতিল-চেতন আনন্দ জুটি এনামুল-জামিল জুটিকে হারায়।
মেয়েদের এককে থিলান জয়াসিংহে রোজিনাকে, রেণু চন্দ্রিকা শাপলাকে, আচিনি মুডিয়ানসেলাগে এলিনা সুলতানাকে হারিয়েছেন। দ্বৈতেও আধিপত্য শ্রীলঙ্কার। আচিনি-উপুল জুটির কাছে হেরেছে কনিকা ও শাপলা জুটি। জেবুন্নিসা-এলিনা জুটিকে হারিয়েছে নাদিশা-রেণু জুটি।

No comments

Powered by Blogger.