পুতিনের পদত্যাগের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ মিছিল

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ক্রমবর্ধমান বেকারত্বের কারণে গত শনিবার রাশিয়ায় প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের পদত্যাগ চেয়ে ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ মিছিল করেছে। এএফপি।
রাশিয়ার বাল্টিক সীমান্তে অবস্থিত কালিনিনগ্রাদে এ বিক্ষোভ মিছিল হয়। কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল এ মিছিলের আয়োজন করে।
বিরোধী দলের এক নেতা বরিস নেমস্তভ ‘ইকো মস্কোভি রেডিও’কে বলেন, জনগণ জীবনযাত্রার ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি এবং উচ্চ বেকারত্বের হারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তিনি জানান, কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল মিলে এ মিছিলের আয়োজন করে।
নেমস্তভ বলেন, ‘আমি বিশ্বাস করি, সারা রাশিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার এটি একটি সতর্কসংকেত।’
নতুন বছরের শুরুতেই রাশিয়ার বাড়িভাড়া, গাড়িভাড়া, পানি ও বিদ্যুতের বিল বেড়েছে। গত ডিসেম্বরের মধ্যে দেশটির বেকারত্ব বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ২ শতাংশ।
রাশিয়ার সরকার অবশ্য অর্থনৈতিক মন্দা কাটাতে কোটি কোটি ডলার ঢেলেছে এবং সমস্যাক্রান্ত অঞ্চল ও শহরগুলোতেও সহযোগিতা দিয়েছে।

No comments

Powered by Blogger.