ভারত-নেপাল বাণিজ্য সচিব পর্যায়ে আলোচনা

ভারত ও নেপালের বাণিজ্যসচিবেরা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণের বিষয়ে সম্প্রতি এক বৈঠক করেন। খবর পিটিআইয়ের।
ভারত-নেপাল আন্তসরকারি কমিটির ‘অননুমোদিত বাণিজ্য নিয়ন্ত্রণে বাণিজ্য, ট্রানজিট ও সহযোগিতা-বিষয়ক এই আলোচনা সভায় ভারতের বাণিজ্য ও শিল্পসচিব রাহুল খুলার ও নেপালের বাণিজ্যসচিব পুরুষোত্তম ওজহা নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, সভায় ২০০৯ সালের অক্টোবর মাসে দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
নেপালে উচ্চমানের কৃষি উত্পাদন বাড়ানোর লক্ষ্যে উভয় পক্ষ একটি যৌথ টাস্কফোর্স গঠন করেছে। উত্পাদিত ফসলগুলো ভারতের বাজারে রপ্তানি সহজ করাই এর লক্ষ্য।
এদিকে সহজ বাণিজ্যের লক্ষ্যে বিশাখাপত্তম বন্দর দিয়ে কাঠমান্ডুর চারটি প্রধান স্থলবন্দরের সঙ্গে সংযোগ স্থাপনে নেপাল সরকারের অনুরোধকে ইতিবাচকভাবে নিয়েছে ভারত।

No comments

Powered by Blogger.