ভারতে গাড়ি বিক্রি ৪০ ভাগ বেড়েছে

ভারতে গত ডিসেম্বরে গাড়ি বিক্রি ৪০ শতাংশ বেড়েছে। সে দেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম) জানায়, ২০০৯ সালের ডিসেম্বরে মোট এক লাখ ১৫ হাজার ২৬৮টি গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি।
বিশেষজ্ঞরা বলেছেন, চাহিদা কম থাকায় ২০০৮ সালে কম গাড়ি বিক্রি হয়েছে। অন্যদিকে গত বছরের শেষ দিকে অর্থনৈতিক পুনরুদ্ধার, সরকারের প্রণোদনা এবং সহজ ব্যাংকঋণের কারণে ২০০৯ সালে গাড়ি বিক্রি বেশি হয়েছে।

No comments

Powered by Blogger.