কারণ খুঁজে ফিরছেন ওয়াসিম আকরাম

কলকাতায় এসেছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি ক্যাম্পের জন্য। কিন্তু পাকিস্তান ক্রিকেটের আরেকটি সংকটে কি আর চুপ থাকতে পারেন! ওয়াসিম আকরাম তাই কথা বলেছেন পাকিস্তানের ক্রিকেট নিয়েও। সাবেক পাকিস্তান অধিনায়ক এখনো খুঁজে ফিরছেন ইউনুস খান অধিনায়ক না থাকার কারণ। আর পাশে দাঁড়িয়েছেন সমালোচনার কেন্দ্রে থাকা কামরান আকমলেরও।
কলকাতা নাইট রাইডার্সের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে আজই। ডেভ হোয়াটমোরকে মূল কোচ আর ওয়াসিম আকরামকে বোলিং কোচের দায়িত্ব দিয়েছে এবার শাহরুখ খানের দল। সপ্তাহখানেকের লম্বা ক্যাম্পটি মূলত বাংলার স্থানীয় ক্রিকেটারদের নিয়ে। সিডনি টেস্টের নাটকীয় পরাজয়ে পাকিস্তানের পুরো ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল আকরামকেও। ক্যাম্পে এসেই সাবেক বাঁহাতি পেসার জানালেন ইউনুসের ব্যাপারটা এখনো বুঝতে পারছেন না তিনি, ‘ইউনুস খান কেন দলের অধিনায়ক নন, এটা এখনো আমার কাছে বড় এক রহস্য। ব্যাপারটা তো কোনোভাবেই আমার মাথায় ঢোকে না।’
অধিনায়ক মোহাম্মদ ইউসুফের মতো সমালোচকদের প্রিয় লক্ষ্যবস্তু এখন উইকেটকিপার কামরান আকমল। সিডনিতে এক মাইক হাসিরই তিনটি ক্যাচ ফেলার পর আকমলকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে জোরেশোরে। তবে সাবেক অধিনায়ককে পাশেই পাচ্ছেন আকমল, ‘একটা ম্যাচে যা হলো, সেটার জন্য কামরান আকমলের সমালোচনা করা ঠিক নয়। সে ভালো ক্রিকেটার। পাকিস্তানের হয়ে ওর রেকর্ড দেখুন। ওকে নিয়ে যেসব কথা বলা হচ্ছে, তা ওর প্রাপ্য নয়।’
নাইট রাইডার্সে ডেভ হোয়াটমোর ও সৌরভ গাঙ্গুলীর সঙ্গে একত্রে কাজ করা নিয়ে রোমাঞ্চিত ৪১৪ টেস্ট ও ৫০৩ ওয়ানডে উইকেটের মালিক, ‘হোয়াটমোর-সৌরভের সঙ্গে একত্রে কাজ করাটা হবে দারুণ। ওরা থাকায় আমার চাপটা খুব বেশি থাকবে না। গত দুই মৌসুমে দলের ফলাফল মোটেও সন্তোষজনক ছিল না। এবার তাই আমরা দলের সেরা সমন্বয়টা খুঁজে বের করার চেষ্টা করব।’

No comments

Powered by Blogger.