তাঁরা আবার ফিরে যাচ্ছেন লন্ডন

পরশুই তাঁরা এসেছিলেন। ফেরার সময়ও হয়তো ঠিক করে ফেলেছেন কাল। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে জায়গা হচ্ছে না সারোয়ার আহমেদ ও শিবলু মিয়ার। লন্ডন থেকে আসা বাংলাদেশি বংশোদ্ভূত দুই ফুটবলারকে অনুশীলনে দেখে পছন্দ করেননি জোরান জর্জেভিচ। তাঁদের বলে দেওয়া হয়েছে, ‘এ মুহূর্তে তোমাদের প্রয়োজন নেই।’
ক্যাম্পে সর্বশেষ যে চারজন খেলোয়াড়কে চেয়েছিলেন সার্বিয়ান কোচ, তাঁর মধ্যে গোলরক্ষক বিপ্লব কাল যোগ দিয়েছেন, মিডফিল্ডার প্রাণতোষ যোগ দেবেন আজ। ডিফেন্ডার রজনী ভারতে গেছেন। ইনজুরির কারণে ক্যাম্পে যোগ দিতে অপারগতা জানিয়েছেন মিডফিল্ডার উজ্জ্বল। এই খেলোয়াড়দের মূলত এএফসি চ্যালেঞ্জ কাপের জন্যই ডাকা হয়েছিল।
বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত করা হয়েছে কোচ সাইফুল বারী টিটুকে। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি কালকের সভায় নিয়েছে এ সিদ্ধান্ত।
এদিকে বাংলাদেশ দলের প্রধান সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাফুফে সদস্য ও মোহামেডানের ফুটবল ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে। এর আগে তিনি জাতীয় দলের ম্যানেজার ছিলেন।

No comments

Powered by Blogger.