রাজশাহীতে ‘কৃষক বধূ মার্কা’ দস্তা সারের উত্পাদন ও বিপণন শুরু

রাজশাহীতে ‘কৃষক বধূ মার্কা’ দস্তা সারের উত্পাদন ও বিপণন শুরু হয়েছে।
আরএস এগ্রো অ্যান্ড ফার্টিলাইজার কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড গতকাল শনিবার নগরের চিলিস পার্টি জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সার উত্পাদন ও বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে কোম্পানির পক্ষ থেকে এই সারকে পরিবেশ দূষণমুক্ত ও আন্তর্জাতিক মানসম্পন্ন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরএস এগ্রো অ্যান্ড ফার্টিলাইজার কেমিক্যাল ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মো. সেলিম হাসান। এ সময় অন্যান্যের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, পরিচালক এস এম সেলিম, জেসমিন আরা ইয়াসমিন ও সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, রাজশাহী তথা সারা দেশের কৃষকদের কথা বিবেচনা করে ২০০৫ সাল থেকে পরিশ্রম করে এই সার উত্পাদন করা হয়েছে। এটি ব্যবহারে ফসলের উত্পাদন বাড়বে।

No comments

Powered by Blogger.