প্রবীণ নেতা জ্যোতি বসুর অবস্থা আশঙ্কাজনক

পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। চিকিত্সকেরা বলেছেন, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। তাঁর মস্তিষ্ক, যকৃত, কিডনি ও ফুসফুস কার্যক্ষমতা প্রায় অকেজো হয়েগেছে। গত শুক্রবার রাতে তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উত্কণ্ঠিত হয়ে পড়েন চিকিত্সকেরা। গভীর রাতে হাসপাতাল থেকে ডেকে পাঠানো হয় জ্যোতি বসুর আত্মীয়স্বজনকে। রাতেই চলে আসেন তাঁর একমাত্র ছেলে চন্দন বসুসহ অন্য আত্মীয়স্বজন।
হাসপাতাল সূত্র থেকে বলা হয়েছে, জ্যোতি বসুর শরীরের অধিকাংশ অঙ্গ কাজ করছে না। এখন আর ডাকে সাড়া দিচ্ছেন না, অচেতন অবস্থায় রয়েছেন তিনি।
জ্যোতি বসু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১ জানুয়ারি কলকাতার সল্টলেকের বেসরকারি এএমআরআই হাসপাতালে ভর্তি হন।

No comments

Powered by Blogger.