ভারতে রহিমআফরোজের গ্লোব্যাট ব্যাটারির বিপণন শুরু

ভারতের বাজারে অটোমোটিভ ব্যাটারি ও ইনভার্টার বাজারজাতকরণের লক্ষ্যে রহিমআফরোজ ব্যাটারি লিমিটেড নয়াদিল্লিতে একটি কার্যালয় এবং আহমেদাবাদ ও কলকাতায় শাখা কার্যালয় খুলেছে।
রহিমআফরোজ ইতিমধ্যে ভারতে গ্লোব্যাট ব্র্যান্ডের অটোমোটিভ ব্যাটারির বিপণন শুরু করেছে। এ পর্যায়ে ভারতের বাজার ও চাহিদা বিবেচনা করে মেইনটেন্যান্স ফ্রি গ্লোব্যাট ব্র্যান্ডের জোস, রেইস ও এইস—এ তিনটি ব্যাটারি বাজারজাত করা হচ্ছে।
এ উপলক্ষে সম্প্রতি নয়াদিল্লির একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রহিমআফরোজ গ্লোব্যাট লিমিটেডের (আরজিএল) ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিসবাহ মঈন, প্রধান পরিচালন কর্মকর্তা সাঈদ হাসান, স্টোরেজ পাওয়ার বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা আবু হাসনাত, বিপণন মহাব্যবস্থাপক কাজী জাভেদ ইসলাম, উপদেষ্টা বিনোদ সাগর ডুমরা, রহিমআফরোজ ইন্ডিয়া অপারেশনসের সহসভাপতি প্রশান্ত পারিদা এবং এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ জন পরিবেশক এবং নয়াদিল্লির ৪০ জন ডিলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) আরজিএলের অত্যাধুনিক অটোমোটিভ ব্যাটারির কারখানা অবস্থিত।
রহিমআফরোজ বর্তমানে বিশ্বের ৪২টিরও বেশি দেশে অটোমোটিভ ব্যাটারি রপ্তানি করছে।

No comments

Powered by Blogger.