লাদেনের ব্যাপারে কয়েক বছর ধরে তথ্য নেই যুক্তরাষ্ট্রের কাছে

যুক্তরাষ্ট্র বলেছে, আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে তারা কয়েক বছর ধরে কিছুই জানে না। এ ব্যাপারে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। যুক্তরাষ্ট্র লাদেনের অবস্থান যদি জানত, তাহলে ওয়াশিংটন তাঁকে পাকড়াও করত। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এসব কথা বলেছেন।
গেটস এবিসি নিউজকে বলেছেন, ‘ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে আমরা কিছুই জানি না। যদি জানতামই, তাহলে তাঁকে পাকড়াও করতাম আমরা।’
পাকিস্তানে বন্দী এক তালেবান সদস্য গত সপ্তাহে বলেছেন, তাঁর কাছে তথ্য রয়েছে যে ওসামা বিন লাদেনকে এ বছরের গোড়ার দিকে আফগানিস্তানে দেখা গেছে। তবে গেটস বলেন, লাদেনকে নিয়ে এ তথ্যের ব্যাপারে তিনি নিশ্চিত নন।
লাদেনের অবস্থানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ কবে তথ্য ছিল এবিসির ‘দিজ উইক’ প্রোগ্রামে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, তা অনেক বছর হবে। পাকিস্তানে বন্দী তালেবান সদস্য সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না বলেও গেটস জানান। ওই তালেবান সদস্য দাবি করেন, ৯/১১-এর আগে লাদেনের সঙ্গে তাঁর বহুবার সাক্ষাত্ হয়েছে। পাকিস্তানে বন্দী তালেবান সদস্য বলেন, তাঁর এক সহযোগী এ বছরের গোড়ার দিকে লাদেনকে আফগানিস্তানে দেখেছেন। এর আগে বিভিন্ন খবরে দাবি করা হয়েছিল, লাদেন আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তান ভূখণ্ডে রয়েছেন। কিন্তু বন্দী তালেবান সদস্য বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা এড়াতে লাদেনসহ অন্য জঙ্গিরা পাকিস্তান ছেড়ে পালিয়েছে।

No comments

Powered by Blogger.