রোনালদো-দিয়াওয়ারার দেখা হচ্ছে আজ

ক্রিস্টিয়ানো রোনালদোর মনে ৩০ সেপ্টেম্বর তারিখটা আজ ফিরে আসাটাই স্বাভাবিক। ওই তারিখটা ফিরে আসছে সুলিমান দিয়াওয়ারার মনেও। গত ৩০ সেপ্টেম্বর সর্বনাশা অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়েছিলেন রোনালদো। দিয়াওয়ারার ট্যাকলেই।
সেই চোট রোনালদোর কাছ থেকে কেড়ে নিয়েছে প্রায় দুটি মাস। দূর থেকে রোনালদোর কাছে আগেই ক্ষমা চেয়ে চেয়েছিলেন মার্শেইয়ের সেনেগালিজ ডিফেন্ডার। আজ রোনালদোকে পেয়ে যাচ্ছেন সামনেই। সবকিছু ঠিক থাকলে আজ মার্শেইয়ের মাঠ স্টাডে ভেলোড্রমে রিয়ালের শুরুর একাদশেই থাকবেন পর্তুগিজ উইঙ্গার। এই সুযোগে রোনালদোর কাছে সরাসরিই দুঃখ প্রকাশ করবেন বলে জানিয়েছেন দিয়াওয়ারা, ‘ব্যাপারটা আসলে ম্যাচের উত্তেজনার মধ্যে ঘটে গেছে। আমি মারকাটারি খেলোয়াড় নই। কখনোই কাউকে আঘাত করিনি। আমি তাকে স্বাগত জানিয়ে গিয়ে বলব, যা ঘটেছে এর জন্য দুঃখিত। রোনালদো ভালো লোক, অসাধারণ ফুটবলার। সে ভালো করেই জানে, আমি তাকে আঘাত করতে চাইনি।’
আজ রোনালদোকে পেলেও কাকাকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে ব্রাজিলিয়ান প্লে-মেকার। কে জানে, মার্শেই রিয়ালের কাছে অপয়া দলই কি না!

No comments

Powered by Blogger.