পরিচয়পত্র না থাকায়...

ভারতের বেঙ্গালুরুর একটি বিদ্যালয়ের কর্তৃপক্ষ পোশাকের সঙ্গে পরিচয়পত্র সংযুক্ত না থাকায় শাস্তি হিসেবে বিদ্যালয়ের তিন ছাত্রীকে কান ধরে ৫০ বার ওঠবস করিয়েছে।শুধু তাই নয়, বিদ্যালয়ের ৩৬০ বর্গমিটার খেলার মাঠে ১০ বার দৌড়িয়েছে। প্রথম শ্রেণীতে পড়া ওই ছাত্রীদের প্রত্যেকের বয়স মাত্র ছয় বছর। গত শুক্রবার ওই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রীরা জানিয়েছে, শাস্তি দেওয়ার সময় বিদ্যালয়ের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল উপস্থিত ছিলেন। অভিভাবকেরা জানিয়েছেন, অমানবিক এই শাস্তিতে মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। একটি ছাত্রীর অভিভাবক জানান, তাঁর মেয়ে পরিচয়পত্র নিয়ে গিয়েছিল কিন্তু ভুলে তা বিদ্যালয়ের পোশাকের সঙ্গে লাগানো ছিল না। সে শিক্ষকদের কাছে বিষয়টি জানিয়ে শাস্তি না দেওয়ার আবেদন করলেও শিক্ষকেরা কর্ণপাত করেননি। ছাত্রীটি মাঠে দৌড়ানোর সময় কয়েকবার পানি খেতে চাইলেও তাকে পানি দেননি শিক্ষকেরা।

No comments

Powered by Blogger.