রোনালদোর ওই ৬ মিনিট নিয়ে...

৮২ মিনিট থেকে ৮৮ মিনিট—সময়ের হিসাবে মাত্র ৬ মিনিট। কিন্তু এই সময়টুকুতে কতকিছুই না করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো! পায়ের জাদু আর গোল করার ক্ষমতা রিয়াল মাদ্রিদ সমর্থকেরা এরই মধ্যে ভালোই দেখেছে। এবার দেখল অন্য দিকটাও। মাত্রই কয়েক দিন হলো দুই মাসের ইনজুরি কাটিয়ে ফিরেছেন। আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে একটি গোলও করেছেন, কিন্তু সতীর্থের গোল উদ্যাপন না করে আর লাল কার্ড দেখে সমালোচনার কেন্দ্রে এখন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। তবে এই পর্তুগিজের পাশে দাঁড়িয়েছেন কোচ এবং যাঁর গোল উদ্যাপন না করায় এত কাহিনী, সেই করিম বেনজেমা।
৮২ মিনিটে রেফারির ভুল সিদ্ধান্তে পাওয়া পেনাল্টিটা মিস করলেন। ফিরতি বলে গোল করলেন বেনজেমা, সতীর্থরা যখন সমতায় ফেরার আনন্দে উন্মাতাল, রোনালদো তখন ব্যক্তিগত হতাশায় মুুহ্যমান! দুই মিনিট পরই গোল করে দলকে এগিয়ে দিলেন। তবে আনন্দের আতিশয্যে জার্সি খুলে ফেলায় দেখলেন হলুদ কার্ড। চার মিনিট পর জুয়ানমা অরটিজকে লাথি মেরে আরেকটি হলুদ কার্ড। এই লাল কার্ডে মাঠে ফিরতে না-ফিরতেই আবার এক ম্যাচের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে ফিফা বর্ষসেরা ফুটবলারকে। খেলতে পারবেন না আগামী শনিবার শিরোপার অন্যতম দাবিদার ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি।
লাল কার্ডের চেয়ে অবশ্য আলোচনা বেশি হচ্ছে গোল উদ্যাপন না করায়। এমনিতেই মাঠে ‘স্বার্থপর’ বলে পুরোনো একটি দুর্নাম আছে, এ ঘটনাকে সেটিরই প্রমাণ হিসেবে দেখছেন অনেকে। তবে রোনালদোকে স্বস্তি দিতে পারে বেনজেমার কথা, ‘চেঞ্জরুমে সে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। এমন ঘটনা যে কারও ক্ষেত্রেই ঘটতে পারে। পেনাল্টি মিস করায় সে হতাশ ছিল, কিন্তু পরে আমি গোল করায় খুশিই হয়েছে। সে দারুণ পেশাদার এবং দলের জয় দেখতে চায়।’
রোনালদো পাশে পেয়েছেন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিকেও, ‘এটা কোনো অখেলোয়াড়োচিত আচরণ ছিল না, দলের কারও সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই এবং সে স্বার্থপরও নয়। পেনাল্টি মিস করায় সে হতাশ ছিল এবং এটাই স্বাভাবিক। সে সব সময়ই দলের সবার গোল উদ্যাপন করে।’ রিয়াল কোচ প্রশ্ন তুলেছেন রোনালদোর লাল কার্ড পাওয়া নিয়েও, ‘লাল কার্ড তাঁর প্রাপ্য ছিল না, অন্য অনেক ফুটবলার অনেক বেশি ফাউল করেও লাল কার্ড দেখেন না।’
তবে কোচ-সতীর্থরা যতই পাশে দাঁড়ান, আগামী কিছুদিন রোনালদোকে নিশ্চিতভাবেই তাড়িয়ে বেড়াবে ওই ৬ মিনিট!

No comments

Powered by Blogger.