ওয়াহিদউদ্দিন মাহমুদ জাতিসংঘ উন্নয়ন নীতি কমিটির সদস্য হলেন

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ উন্নয়ন নীতিবিষয়ক জাতিসংঘ কমিটির সদস্য নিযুক্ত হয়েছেন। তিনি ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিজস্ব ক্ষমতায় ২৪ সদস্যের এই কমিটির নিয়োগ দিয়ে থাকেন। কমিটিতে তিন বছর মেয়াদে সদস্যদের নিয়োগ দেওয়া হয়।
কমিটি ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের সহযোগী সংস্থা হিসেবে কাজ করে। এই কমিটি মধ্য ও দীর্ঘ মেয়াদে কাউন্সিলকে বিভিন্ন বিষয়ে মতামত ও স্বতন্ত্রভাবে পরামর্শ দেবে।
একই সঙ্গে কমিটি স্বল্পোন্নত দেশগুলোর অবস্থান পুনর্মূল্যায়নে দায়িত্বশীল। এ ক্ষেত্রে অবস্থার উন্নয়ন হলে তার তদারকির দায়িত্বও এই কমিটির হাতে ন্যস্ত।
ওয়াহিদউদ্দিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। তিনি দেশের ব্যাংক খাত সংস্কার বিষয়ে ইতিপূর্বে সরকার গঠিত দুটি কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন। দারিদ্র্য, উন্নয়ন, সামষ্টিক অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা করে আসছেন।

No comments

Powered by Blogger.