দর্শনা চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে

দর্শনা চিনিকল হিসেবে পরিচিত দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির চলতি ২০০৯-১০ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে গত শুক্রবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার পরিচালক (অর্থ) এ কে এম দেলোয়ার হোসেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ টি এম আলী আশরাফ খান প্রথম আলোকে জানান, চলতি মাড়াই মৌসুমে মোট এক লাখ ২০ মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে চিনি আহরণের হার ধরা হয়েছে আট শতাংশ।

No comments

Powered by Blogger.