তামিলনাড়ুতে বাজির গুদামে আগুন লেগে ৩২ জন নিহত

আলোর উত্সব দেওয়ালি উদ্যাপনের আগের দিন গতকাল শুক্রবার রাতে ভারতের তামিলনাড়ুর একটি বাজির গুদামে আগুন লেগে ৩২ জন মারা গেছে। আহত হয়েছে আরও ১০ জন।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাই শহর থেকে ৯০ কিলোমিটার দূরের থিরুভাল্লুর জেলার পাল্লিপট অঞ্চলের একটি বাজির গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে। পাল্লিপট অন্ধ্র প্রদেশের সীমান্ত লাগোয়া এলাকায় অবস্থিত। এই গুদামে রাখা প্রচুর বাজি কেনার জন্য গতকাল সন্ধ্যার পর এখানে প্রচণ্ড ভিড় জমে। হঠাত্ গুদামে আগুন লাগলে গুদামের ভেতর থাকা অনেকেই বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান। নিহত ও আহতদের সরকারি তিরুত্তালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ বলছে, হতাহতদের বেশির ভাগই অন্ধ্র প্রদেশের চিতোর জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, এ পর্যন্ত তারা ৩২ জনের মৃত্যুর খবর পেয়েছে। এখন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুন লাগার পর এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

No comments

Powered by Blogger.