বন্দরের বাধা

চট্টগ্রাম সমুদ্রবন্দরের কাজকর্ম বাধাগ্রস্ত হলে তা অর্থনীতির জন্যও বিশাল ধাক্কা। অথচ এই গুরুত্বপূর্ণ বন্দরটি ক্রমেই অস্থির হয়ে উঠছে এবং বন্দর নিয়ে রাজনীতিও মাথাচাড়া দিয়ে উঠছে। নানা শ্রমিক সংগঠন ও তাদের নানা রকম আন্দোলনে প্রায়ই চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
সমুদ্রবন্দর নাকি কখনো ঘুমায় না। কিন্তু আমাদের সমুদ্রবন্দরগুলো ‘ঘুমায়’ না বলে ‘ঘুমিয়ে রাখা হয়’ বলাটাই যুক্তিসংগত। বন্দরকে অবলম্বন করে স্বার্থ আদায় ও বন্দর-সংশ্লিষ্ট সংগঠনগুলোর নীতিহীন কার্যকলাপ অবাধে চলে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বন্দরের কাজকর্ম স্বাভাবিক রাখতে শ্রমিক সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানাই।
নয়ন, পান্থপথ, ঢাকা।

No comments

Powered by Blogger.